Br Rahul Hossain ব্রাদাস রাহুল হোসেন রোহুল আমিন বাংলার জাকির নায়েক 2

ব্রাদার রাহুল হোসেন, জন্ম- মালদহ,মুর্শিদাবাদ, ভারত

Br Rahul Hossain

যিনি হিন্দু ধর্মের উপরে একজন বিশেষজ্ঞ।
ইতিমধ্যেই হিন্দু ধর্মের ঠাকুর পন্ডিত এর সঙ্গে আলোচনা বিতর্ক করেছেন এবং বিজয়ের পতাকা উত্তোলন করেছেন কোন হিন্দু তার সঙ্গে এখন আর আলোচনায় করতে চান না!
ব্রাদার রাহুল হচ্ছেন তিনি যিনি ইতিমধ্যে অনেক খ্রিষ্টান দের সঙ্গে বিতর্ক এবং আলোচনা করে তাদের মুখ বন্ধ করে দিয়েছেন।
ব্রাদার রাহুল হোসেন হচ্ছে তিনি যিনি ইতিমধ্যে নাস্তিকদের সঙ্গে বিতর্ক আলোচনা করে লা-জাবাব করে দিয়েছেন।
ব্রাদার রাহুল হোসেন হচ্ছে তিনি যিনি হিজবুত তাওহীদ এর মত বাতিল সংগঠনের চ্যালেঞ্জ দিয়েছেন।
ব্রাদার রাহুল হোসেন হচ্ছে তিনি যিনি বিতর্কিত মাসআলা নিয়ে চরমপন্থী দেওবন্দী এবং বেরেলভীদের জবাব দিয়ে সত্য উন্মোচন করেছেন।
এক কথায় বলতে পারেন ব্রাদার রাহুল হোসেন হচ্ছে এমন এক ব্যক্তি যার সামনে খ্রিষ্টান হিন্দু নাস্তিক বাতিল আকিদার সমস্ত ব্যক্তিদের সঙ্গে আলোচনা বিতর্ক করে সত্য উন্মোচন করতে পারেন এবং বিজয়ের পতাকা সর্বদা তাঁর হাতেই থাকে।
ব্রাদার রাহুল হোসেন হচ্ছে তিনি এক মঞ্চে দাঁড়িয়েই খ্রিস্টানদের সঙ্গে বিতর্ক করে পরাস্ত করতে পারেন
এক মঞ্চে দাঁড়িয়ে হিন্দু পন্ডিত দের সঙ্গে বিতর্ক করে নিমেষেই পরাস্ত করতে পারেন।
নাস্তিকদের সঙ্গে বিতর্ক করে কয়েক মিনিটের মধ্যেই নাস্তিকদের মুখ বন্ধ করে দিতে পারেন এবং ইসলামের মধ্যে যত বাতিল ফিরকা আছে তাদের সঙ্গে আলোচনা করে হক এবং বাতিল কে আলাদা করে দিতে পারেন।
ব্রাদার রাহুল হোসেন কে বলা যেতে পারে একটি জীবন্ত কম্পিউটার যখন তিনি হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করেন তখন মনে হয় তিনি হিন্দু ধর্মের একজন বিশেষজ্ঞ।
যখন তিনি খ্রিস্টানদের বিষয়ে আলোচনা করেন তখন মনে হয় তিনি খ্রিস্টান ধর্মের উপর একজন বিশেষজ্ঞ।
নাস্তিকদের বিরুদ্ধে আলোচনা করেন তখন মনে হয় নাস্তিক্যবাদের উপরে তার যুক্তির জবাব অসাধারণ।
যখন তিনি বাতিল-ফিরকা বিরুদ্ধে আলোচনা করেন তখন মনে হয় ইসলামের উপরে তিনি একজন বিশেষজ্ঞ।
যখন তিনি হাদিসের তাহকীক নিয়ে আলোচনা করেন তখন মনে হয় একজন সূক্ষদর্শী মুহাদ্দিস এর মত অসাধারণ স্মৃতিশক্তি যে কোন বিষয়ে রেফারেন্স পৃষ্ঠা নাম্বার দিতে পারেন।
সেটা হিন্দুধর্ম হোক অথবা খ্রিস্টান ধর্ম অথবা ইসলাম প্রতিটি বিষয়ে তিনি রেফারেন্স দিতে পারেন।
আশ্চর্য বিষয় তিনি এত পড়াশোনা কিভাবে করেছেন আর এত রেফারেন্স দিতেই বা কিভাবে পারেন।
একটা হালকা বয়স তরুণ যুবক মাত্র পাঁচ বছরের গবেষণায় এত কিভাবে গবেষণা করা এবং মুখস্ত রাখা সম্ভব এটা ব্রাদার রাহুলের আলোচনা বিতর্ক যারা শুনেছেন তারা অনুধাবন করতে পারবেন আল্লাহ সুবহানাহু তাআলা ব্রাদার রাহুল কে তার জ্ঞান এবং আমল বৃদ্ধি করে দেন বাতিলের কুটকৌশল থেকে তাকে হেফাজত করুক। আমিন।

ব্রাদার রাহুল হোসেন এর রচিত ইসলামিক pdf বই ডাউনলোড করতে নিচে নামে উথবা ডাউনলোড লেখার উপর ক্লিক করুন।




৬। রাসূল কি নূরের তৈরি ৭। রফাউল ইয়াদাইন নিয়ে জবাব ৮। তারাবীহ ৮ না ২০ ৯। তাদলীস ১০। ইসলাম কলঙ্ক না আদর্শ ১১। আলবানীকে নিয়ে অভিযোগের জবাব



Br Rahul Hossain


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.

.....www.SharifAhmedSourav.blogspot.com