আরিফ আজাদের জীবনী এবং আরিফ আজাদের বই
আরিফ আজাদের জীবনী এবং আরিফ আজাদের বই।
বই মেলায় স্টলের সামনে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে বই কিনে সবাই। উনার লেখাগুলো কোন মিডিয়া বা পোর্টাল প্রচার করে না। পত্রিকাতেও উনাকে নিয়ে কোন ফিচার লেখা হয় না, বিজ্ঞাপন হয় না, টেলিভিশনে লাইভ হয় না। আর তিনিও ফেসবুকে তেমন লাইভে আসেনি। অধিকাংশ পাঠক উনাকে এখন পর্যন্ত দেখেও নাই, কিন্তু তারপরও উনার বইগুলোর বেশি বিক্রি হবার মুল রহস্য কি?
আরিফ আজাদের জন্ম:
বাংলাদেশের চট্টগ্রামে ১৯৯০ সালের ৭ই জানুয়ারি জন্মগ্রহণ করেন।
আরিফ আজাদের শিক্ষা:
আরিফ আজাদের বৈবাহিক অবস্থা:
পরিবারের দেখা শোনার মাধ্যমে আরিফ আজাদের বিয়ে হয়েছিলো। মজার বিষয় হচ্ছে, তার স্ত্রীও জানতেন না, তিনি যে এতো বড় মাপের লেখক। তিনি প্রচণ্ড অন্তর্মুখী স্বভাবের এবং প্রচার-বিমুখ ধরনের মানুষ।
বাংলাদেশের চট্টগ্রামে ১৯৯০ সালের ৭ই জানুয়ারি জন্মগ্রহণ করেন।
আরিফ আজাদের শিক্ষা:
চট্টগ্রাম জিলা স্কুল থেকে মাধ্যমিক পাশ। তারপর ভর্তি হন একটা সরকারি কলেজে। সেখান থেকে ভালো রেজাল্ট করে উত্তীর্ণ হবার পর, ভর্তি হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ব্যক্তিগত কারণে তেমন কিছুই প্রকাশ করেননি তিনি। এমনকি নিজের কোন ছবিও প্রকাশ করেননি, তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে।
আরিফ আজাদের বৈবাহিক অবস্থা:
পরিবারের দেখা শোনার মাধ্যমে আরিফ আজাদের বিয়ে হয়েছিলো। মজার বিষয় হচ্ছে, তার স্ত্রীও জানতেন না, তিনি যে এতো বড় মাপের লেখক। তিনি প্রচণ্ড অন্তর্মুখী স্বভাবের এবং প্রচার-বিমুখ ধরনের মানুষ।
- আরিফ আজাদ সম্পর্কে কিছু উক্তি:
👉ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় শিক্ষক এবং লেখক আসিফ নজরুল বলেন,
একসময় ছেলেরা হিমু হতে চাইতো এখন ছেলেরা সাজিদ হতে চায়। আরিফ আজাদ তরুণ প্রজন্মকে হিমু থেকে সাজিদে রূপান্তরিত করতে পেরেছে। এটাই একজন লেখকের সবচেয়ে বড় প্রাপ্তি।
একটা মানুষ এতো অল্প সময়েই এতো জনপ্রিয় হবার মূল অস্ত্রই তার লেখনী-শক্তি। মননশীল চিন্তাভাবনা এবং যুক্তি দিয়ে ইসলামকে সবার সামনে এতো সুন্দরভাবে উপস্থাপন করার মাধ্যমে তিনি লক্ষ লক্ষ তরুণের মনে জায়গা করে নিয়েছেন।
👉আরিফ আজাদকে অসাধারণ একটি উক্তি করেন, জনপ্রিয় ইসলামিক সাহিত্যিক ডা. শামসুল আরেফীন। তিনি বলেন,
আরিফ আজাদ একজন জীবন্ত আলোকবর্তিকা।
👉দা গার্ডিয়ান প্রকাশনী আরিফ আজাদের পরিচয় দিতে গিয়ে বলেছেন,
তিনি বিশ্বাস নিয়ে লিখেন, অবিশ্বাসের বিরুদ্ধে। প্রচার বিমুখ এই মানুষটা তার মননশীল চিন্তা ভাবনা এবং যুক্তি দিয়ে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আরিফ আজাদকে এই কথাগুলো আমার ব্যক্তিগত না, আমার বিশ্বাস এই কথাগুলো এদেশের হাজারো তরুণের মনের কথা।
আরিফ আজাদের বই ডাউনলোড করোন:
[আরিফ আজাদ কর্তৃক রচিত ইসলামীক pdf বই ডাউনলোড করতে নিচে নামের উপর অথবা ডাউনলোড লেখার উপরে ক্লিক করুন।]
২। প্যারাডক্সিক্যাল সাজিদ২ Downlode
৩। বেলা ফুরাবার আগে Downlode
৪। প্রত্যাবর্তন Downlode
৫। মা মা ও বাবা Downlode
৬। আরজ আলী সমীপে Downlode
৭। সত্যকথনঃ ইসলাম বিদ্বেষীদের বিভ্রান্তির জবাব পর্ব-(১-৩০০) Downlode
মূলত লেখালেখির জগতে তিনি আসেন ২০১৭ সালে প্যারাডক্সিক্যাল সাজিদের মাধ্যমে। নিজের লেখা বইয়ের পাশাপাশি তিনি সম্পাদনাও করে থাকেন। এ বছর তার প্রকাশ পেয়েছে বই “বেলা ফুরাবার আগে” যা পাঠকের মাঝে ব্যাপক সাড়া প্রদান করেছে।
- তার লেখা বই গুলির মধ্যে উল্লেখযোগ্য বইসমূহঃ
প্যারাডক্সিক্যাল সাজিদ ২০১৭ সালের একুশে বইমেলায় প্রকাশ পায়। বইটির কেন্দ্রীয় চরিত্র সাজিদ বিভিন্ন কথোপকথনের মধ্যে তার নাস্তিক বন্ধুর অবিশ্বাসকে বিজ্ঞানসম্মত নানা যুক্তিতর্কের মাধ্যমে খণ্ডন করে। আর এসব কথোপকথনের মধ্য দিয়েই বইটিতে অবিশ্বাসীদের অনেক যুক্তি খণ্ডন করেছেন লেখক। বইটি প্রকাশের পরপরই তুমুল জনপ্রিয়তা পায়। এটি ইংরেজি ভাষা ও অসমীয়া ভাষায় অনূদিতও হয়েছে। ২০১৭-এর একুশে বইমেলায় এটি ছিল সর্বাধিক বিক্রিত বই।
এর ধারাবাহিকতায় ২০১৯ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয় প্যারাডক্সিক্যাল সাজিদ-২। প্রকাশের প্রথমদিনেই বইটির সকল প্রিন্ট বিক্রি হয়ে যায়। মাত্র ৩ দিনে ৮ হাজার কপি বি২) প্যারাডক্সিক্যাল সাজিদ-২ক্রি হয় বইটির। তবে অপ্রত্যাশিত ত্রুটির কারনে ৩য় দিনেই বাংলা একাডেমি কর্তৃক বইটির বিক্রি বন্ধ হয়ে যায়।
৩) বেলা ফুরাবার আগে
২০২০ সালে প্রকাশিত 'বেলা ফুরাবার আগে আরিফ আজাদের ৪র্থ মৌলিক বই। বইটিতে লেখক আরিফ আজাদ তরুন মনের আকুপাকু করা এবং সমাজে চলমান প্রশ্ন গুলোর সহজ, সরল,যৌক্তিক, বিশ্লেষণী সমাধান এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন। এবারের বইমেলাতেও চমক হিসেবে ছিল বেলা ফুরাবার আগে বইটি।
৪) আরজ আলীর সমীপে
গ্রাম্য একজন স্বশিক্ষিত নাস্তিক ব্যক্তির ইসলাম সম্পর্কে ভুল ধারণা ভেঙ্গে দেন, ও ইসলামের সমালোচনাকারীদের জবাব দেন।
| আরিফ আজাদ |
ব্যক্তিগত লিঙ্কঃ
আরিফ আজাদ (অফিসিয়াল ফেসবুক)
আরিফ আজাদ (অফিসিয়াল ফেসবুক)
আমি বললাম,
প্রিয় জিনিস টা পেলাম নাহ।
আল্লাহ বলেন;
তুমি হয়তো এমন জিনিস পছন্দ করেছো
যা তোমার জন্য অকল্যাণকর।
(সুরা বাকারা, ২১৬)
কোন মন্তব্য নেই